তাঁদের দাবি, ইতিমধ্যেই আত্মঘাতী জঙ্গিদের বিভিন্ন বিচগুলিতে ছড়িয়ে দেওয়া হয়েছে। সমুদ্রের ধারে হকারের বেশে ঘুরে বেরিয়ে যে কোনও মুহুর্তে নিজের গায়ে বাঁধা বোমা ফাটিয়ে দিতে পারে এরা। এমনকি বিভিন্ন জায়গায় বোমা লুকিয়েও রাখতে পারে তারা। এই ছক তারা বেশ কিছুদিন ধরেই তৈরি করেছে বলে দাবি করেছেন গোয়েন্দারা। জার্মান ও ইতালির গোয়েন্দাদের এমন সতর্কবার্তায় অনেকেই এবারের গ্রীষ্মে ভূমধ্য সাগরীয় সোনালি সৈকতে ছুটি কাটানোর সব পরিকল্পনা রাতারাতি বাতিল করেছেন। সমুদ্র সৈকত তো আর পালিয়ে যাচ্ছে না, আগে প্রাণটা তো বাঁচুক!