Categories: World

পালমিরা দখলে নিল সিরিয়া সেনা

Published by
News Desk

সিরিয়ার বিখ্যাত মরু শহর পালমিরার দখল নিল আসাদ সেনা। আইএস জঙ্গিদের হটিয়ে ফের পালমিরা সরকারের দখলে আসাকে বড় সাফল্য বলেই মনে করা হচ্ছে। গত বছরের মে মাসে সন্ত্রাসবাদী সংগঠন আইএস এই শহর নিজেদের দখলে নিয়ে নেয়। ধ্বংস করে দেয় এখানকার পুরনো ঐতিহাসিক নিদর্শন। একটা বিশাল ইতিহাসকে এভাবে গুঁড়িয়ে দেওয়াকে ধিক্কার জানায় বিশ্বর সব দেশই।

গত তিন সপ্তাহ ধরে পালমিরার আইএস ঘাঁটি লক্ষ্য করে লাগাতার বিমান হানা চালায় রাশিয়া। যা সিরিয়া সেনার কাজটাকে অনেকটা সহজ করে দিয়েছিল। স্থলপথে দিন কুড়ি ধরেই আইএস জঙ্গিদের সঙ্গে সেনার গুলির লড়াই চলছিল। এদিনও পিছু হঠার আগে গুলৱির লড়াই অব্যাহত রাখে আইএস। পরে পালমিরা নিজেদের দখল নেয় সিরিয়া সেনা।

Share
Published by
News Desk

Recent Posts