World

জঙ্গিদের মদত, ১৬ জন মহিলাকে মৃত্যুদণ্ড দিল আদালত

Published by
News Desk

আইসিস জঙ্গিদের বিয়ে করে তাদেরকে নানাভাবে মদত দিত ঘরণীরা। মানুষ নিধন যজ্ঞে পুরুষদের ঠান্ডা মাথায় নানাভাবে সাহায্য করত তারা। কখনও টাকাপয়সা দিয়ে। কখনও বা অস্ত্র ও অন্যান্য উপাদান সরবরাহ করে। কখনও বা মানসিক সমর্থন জুগিয়ে। এই অভিযোগে প্রায় ১০০ জন মহিলাকে গ্রেফতার করেছিল ইরাকের প্রতিরক্ষা বাহিনী। বাগদাদের আদালতে চলছিল তাদের বিচার।

যাদের মধ্যে ১৬ জন তুর্কি মহিলার বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপের সাথে যুক্ত থাকার অভিযোগ প্রমাণিত হয়। অভিযুক্তদের প্রত্যেকের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে। গত রবিবার অভিযুক্তদের কয়েকজন তাদের সন্তানসহ আদালত চত্বরে উপস্থিত হয়। বিচারে তাদের মৃত্যুদণ্ড দেয় আদালত। তবে এখনই অভিযুক্তদের মৃত্যুদণ্ড কার্যকরী করা হচ্ছে না। ১ মাস পর যা হওয়ার হবে।

Share
Published by
News Desk

Recent Posts