World

দেশ আইসিসমুক্ত, দাবি সিরিয়া সরকারের

Published by
News Desk

২০১৪ থেকে চলা রক্তক্ষয়ী সংগ্রামের অবসান ঘটল। সিরিয়ার সরকার ঘোষণা করল তাদের সৈন্যবাহিনী সন্ত্রাসবাদী সংগঠন আইসিসের বিরুদ্ধে জয়ী হয়েছে। ইরাক সীমান্তের কাছে ছোট্ট শহর আলবু কামাল দখলের সঙ্গে সঙ্গেই সন্ত্রাসবাদের রাজত্বের অবসান ঘটেছে সিরিয়ায়। গত জুলাইতেই আইসিসের অন্যতম ঘাঁটি মসুলের পতন ঘটে ইরাকি সেনার হাতে। সিরিয়ার বুকে জঙ্গিদের রাজধানী রাক্কারও পতন ঘটে মার্কিন ও সিরিয়া সরকারের সামরিক জোটের হাতে।

আইসিসের বশ্যতা স্বীকার না করা মানুষদের জীবন্ত পুড়িয়ে দেওয়া, বিদেশিদের বন্দি করে নির্যাতন করা, শিশুদের দিয়ে জোর করে খুন করানো, মেয়েদের জোর করে ধরে এনে নিলামে তাদের বিক্রি করার মতো গুরুতর অভিযোগ তো রয়েছেই, সেইসঙ্গে সিরিয়ার একটা বড় অংশ দখল করে বসেছিল আইসিস। সিরিয়াকে আইসিসমুক্ত করতে আইসিস ঘাঁটিতে আক্রমণ হানা শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন সহ অন্য বেশ কয়েকটি দেশ। মূলত আকাশপথে এই হানায় আইসিস ডেরাগুলির প্রভূত ক্ষতি হয়েছিল। তারপর সিরিয়া সেনার আক্রমণের মুখে পিছু হঠা ছাড়া তাদের আর কিছু করার ছিল না।

Share
Published by
News Desk

Recent Posts