World

বছরের শেষ দিনে বাগদাদে বিস্ফোরণ, মৃত ২১

Published by
News Desk

বছরের শেষ দিনেও সন্ত্রাসবাদী হানার হাত থেকে রেহাই পেল না ইরাকের রাজধানী শহর বাগদাদ। গোলাপের শহরে এদিন সকালে ব্যস্ত বাজার এলাকায় ২টি বিস্ফোরণ হয়। সিনাক এলাকায় তখন প্রচণ্ড ভিড়। ঠিক সেই সময়েই গাড়ির যন্ত্রাংশের একটি দোকানে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি আচমকাই নিজের গায়ে বাঁধা বিস্ফোরক ফাটিয়ে দেয়। সামান্য সময়ের ব্যবধানে আরও একটি বিস্ফোরণ হয়। ২টি বিস্ফোরণে বহু মানুষ রক্তাক্ত অবস্থায় ছিটকে পড়েন। ২১ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। বহু মানুষের দেহাংশ উড়ে গেছে। আশপাশে দাঁড়িয়ে থাকা গাড়িগুলিতে আগুন লেগে যায়। ক্ষতি হয় আশপাশের বাড়িরও। বিস্ফোরণের পরই ঘটনার দায় স্বীকার করে সন্ত্রাসবাদী সংগঠন আইএস।

 

Share
Published by
News Desk

Recent Posts