World

বালুচিস্তানে দরগায় বিস্ফোরণ, দায় স্বীকার করল আইসিস

Published by
News Desk

সন্ত্রাসবাদী সংগঠন আইসিসের হামলার শিকার হল প্রাচীন দরগা। বিস্ফোরণে ৫২ জনের মৃত্যু হয়েছে। আহত শতাধিক। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের একটি সুফি দরগায়। শাহ নুরানি দরগায় প্রতিদিন সন্ধ্যায় ধর্মীয় নৃত্যানুষ্ঠানের প্রচলন বহুদিনের। সেই অনুষ্ঠান দেখতে প্রতিদিনই দরগায় ভিড় জমান স্থানীয় মানুষজন। শনিবারও একইভাবে সেখানে ভিড় জমেছিল।

সেই সুযোগকে কাজে লাগায় সন্ত্রাসবাদীরা। দরগায় ঢুকে বিস্ফোরণ ঘটায় এক আত্মঘাতী জঙ্গি। প্রবল বিস্ফোরণে চারিদিক কেঁপে ওঠে। রক্তাক্ত অবস্থায় টুকরো টুকরো হয়ে ছিটকে পড়েন মানুষজন। চারিদিক তখন রক্তে ভেসে যাচ্ছে। আশপাশের বহু বাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। বিস্ফোরণের পর ঘটনার দায় স্বীকার করে আইএস‌আইএস।

Share
Published by
News Desk

Recent Posts