Categories: World

বাগদাদে সবজি বাজারে বিস্ফোরণ, মৃত ১১

Published by
News Desk

আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে বাগদাদে মৃত্যু হল ১১ জনের। আহত ৩২ জন। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে আল-রাশিদিয়া এলাকার একটি ফল-সবজির বাজারে। সকালে আর পাঁচটা বাজারে যেমন ভিড় জমে এখানেও তেমনই ভিড় হয়েছিল। সিয়া অধ্যুষিত এই এলাকায় বহু মানুষই বাজার করতে ব্যস্ত ছিলেন। সেই সময়ে সেখানে হাজির হয় একটি ট্রাক। তারপরই তাতে বিকট শব্দে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে বহু মানুষ ছিটকে পড়েন রাস্তায়। অনেকের দেহাংশ উড়ে যায়। আশপাশে দাঁড়ানো সবকটি গাড়িতে আগুন ধরে যায়। কোনও সন্ত্রাসবাদী সংগঠন এই ঘটনার দায় স্বীকার না করলেও বাগদাদ পুলিশের দৃঢ় ধারণা এই ঘটনার পিছনে আইসিস জঙ্গিদেরই হাত রয়েছে।

Share
Published by
News Desk

Recent Posts