স্বেচ্ছায় আইএসের সঙ্গে যুক্ত হওয়ার পর তাঁর সব মোহ কেটে গেছে বলে দাবি করে এক প্রাক্তন আইএস সদস্য তাদের হাতে একটি মেমরি কার্ড তুলে দেয় বলে জানিয়েছে ওই সংবাদ মাধ্যম।
আইএসের সদস্য হতে গেলে একটি ফর্ম পূরণ করতে হয়। সেই ফর্মে তার সম্বন্ধে যাবতীয় তথ্য উল্লেখ করতে হয়। মেমরি কার্ডটিতে এমনই ২২ হাজার পূরণ করা ফর্ম রয়েছে বলে জানান হয়েছে। যেখানে ৫১টি দেশ থেকে আইএসে নাম লেখানো ২২ হাজার সদস্যের তথ্য রয়েছে। আইএস ছাড়ার সময় লুকিয়ে সে ওই তথ্য মেমরি কার্ডে ভরে নেয় বলে সংবাদ মাধ্যমের কাছে দাবি করেছে ওই তথ্যপ্রদানকারী।