Categories: World

প্যারিসে পুলিশ দম্পতিকে কুপিয়ে হত্যা, জড়িত আইএস

Published by
News Desk

ইউরো কাপ চলাকালীনই ফের প্যারিসে রক্তপাত ঘটাল আইএস। দুই পুলিশ আধিকারিককে কুপিয়ে খুন করল আইএস জঙ্গি লারোসি আব্বাল্লা। বছর ২৫-এর এই যুবক এদিন প্যারিসের এক পুলিশ আধিকারিককে তাঁর বাড়ির সামনেই ছুরি মেরে হত্যা করে। পুলিশ আধিকারিকের পেটে ছুরি ঢুকিয়ে দেয় সে। এরপর ম্যাগনানভিল এলাকায় ওই পুলিশ আধিকারিকের বাড়িতেই আশ্রয় নেয় সে। ওই পুলিশ আধিকারিকের স্ত্রী যিনি নিজেও একজন পুলিশ কর্মী ও তাঁর পুত্র সন্তানকে পণবন্দি বানায় লারোসি। যদিও পরে পুলিশের গুলিতে প্রাণ হারায় সে। বাড়িতে ঢুকে মৃত পুলিশ আধিকারিকের স্ত্রীকেও মৃত অবস্থায় উদ্ধার করা হয়। তবে তাঁদের সন্তানের গায়ে হাত দেয়নি লারোসি। অরলান্ডোর পর প্যারিসে আইএস হামলা আইএসের বাড়বাড়ন্তের ইঙ্গিত, নাকি তাদের দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার ফল তা বোঝার চেষ্টা করছেন গোয়েন্দারা।

Share
Published by
News Desk
Tags: IS Militants

Recent Posts