Categories: World

ওমর তাদের সদস্য, দাবি আইএসের

Published by
News Desk

অরলান্ডোর সমকামী নাইট ক্লাবের বন্দুকবাজ ওমর মতিন তাদেরই সদস্য। সূত্রের খবর, এদিন একটি রেডিও বার্তায় এমনই দাবি করেছে সন্ত্রাসবাদী সংগঠন আইএস। অরলান্ডোর নাইটক্লাবে হামলা চালানোর আগে পুলিশকে ফোন করে নিজেকে আইএস সদস্য বলে দাবি করেছিল বন্দুকবাজ ওমর মতিন। ফলে ওমর সত্যিই আইএস জঙ্গি কিনা তা নিয়ে শুরু হয় জল্পনা। পুলিশও গুলি চালনার ঘটনার পিছনে সন্ত্রাসবাদের হাত থাকার বিষয়টি খতিয়ে দেখতে শুরু করে। যদিও পুলিশ নিশ্চিত হতে পারছিল না ওমর আইএস সদস্য কিনা। এদিন সেই জল্পনায় অনেকটাই জল ঢালল আইএস। তাদের রেডিও বার্তার দাবি সঠিক কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ।

Share
Published by
News Desk
Tags: IS Militants

Recent Posts