Categories: World

রাশিয়ার শান্ত শহরে আত্মঘাতী বিস্ফোরণ

Published by
News Desk

আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠল অপেক্ষাকৃত শান্ত এলাকা হিসাবে খ্যাত দক্ষিণ রাশিয়ার নোভোসেলিতকোয়ে শহর। সাতে পাঁচে না থাকা এ শহর এই প্রথম কোনও সন্ত্রাসবাদী হামলার শিকার হল। পুলিশ জানিয়েছে, এদিন ৩ জঙ্গি গায়ে বিস্ফোরক বাঁধা অবস্থায় স্থানীয় পুলিশ স্টেশনে ঢুকে গায়ে বাঁধা বিস্ফোরক ফাটিয়ে দেয়। ঘটনাস্থলেই ৩ জঙ্গির মৃত্যু হয়। কোনও পুলিশকর্মী বা সাধারণ মানুষের ক্ষতি হয়নি। তবে পুলিশ স্টেশনটির ব্যাপক ক্ষতি হয়েছে। কোনও সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। তবে পুলিশের অনুমান এর পিছনে আইএসের হাত থাকতে পারে। কারণ দক্ষিণ রাশিয়ার দাগেস্তান এলাকায় ইদানিং আইএসের বোলবোলাও বেড়েছে। এখান থেকে আইএসে নতুন সদস্য নিয়োগ করার কাজ চলছিল।

Share
Published by
News Desk
Tags: IS Militants

Recent Posts