World

খতম আফগানিস্তানের আইএস প্রধান আবদুল হাসিব, দাবি মার্কিন ও আফগান আধিকারিকদের

Published by
News Desk

আফগানিস্তানে অনেকগুলি বড় ধরনের সন্ত্রাসবাদী হানার মাস্টারমাইন্ড ধরা হয় তাকে। কাবুলে সেনা হাসপাতালে জঙ্গি হানার মত ভয়ংকর পরিকল্পনাও তারই মস্তিষ্কপ্রসূত বলে মনে করা হয়। আফগানিস্তানের দায়িত্বে থাকা সেই আইএস প্রধান আবদুল হাসিব গত মাসে একটি সেনা অভিযানে মারা গেছে। নানগরহার এলাকায় বোমাবর্ষণে হাসিবের মৃত্যু হয়েছে বলে কাবুলের প্রেসিডেন্ট হাউস থেকে দাবি করা হয়েছে। আবদুল হাসিব এক কুখ্যাত জঙ্গি। তার মৃত্যু আফগানিস্তানে আইএস বোলবোলায় অনেকটাই লাগাম পড়াবে বলে মনে করছেন মার্কিন ও আফগান সেনা আধিকারিকরা। এদিকে আফগানিস্তানের সুরক্ষায় থাকা ন্যাটোর তরফে আইএসকে হুঁশিয়ারি ছুঁড়ে জানানো হয়েছে, আগামী দিনেও আফগানিস্তানে কোনও আইএস নেতা মাথাচাড়া দিলে তারও একই হাল করা হবে।

 

Share
Published by
News Desk
Tags: IS Militants

Recent Posts