Categories: World

ইয়েমেনে গাড়ি বোমা বিস্ফোরণ, মৃত বহু

Published by
News Desk

সেনাবাহিনীতে যোগ দিতে এসে মৃত্যু হল ৬০ জন যুবকের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। সোমবার সকাল সওয়া ৮টা নাগাদ ইয়েমেনের বন্দর শহর আদেনের মানসৌরা এলাকায় একটি গাড়ি বোমা বিস্ফোরণ হয়। তীব্র শব্দে কেঁপে ওঠে এলাকা। সে সময়ে বহু মানুষের ভিড় ছিল মানসৌরায়। কাছেই সেনাবাহিনীতে যোগ দিতে লাইন দিয়েছিলেন অনেক যুবক।

পুলিশের প্রাথমিক অনুমান, সেনাবাহিনীতে যোগ দিতে আসা যুবকদেরই টার্গেট করে এই বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণে বহু মানুষের দেহ ছিটকে পড়ে চারধারে। রক্ত আর পোড়া গন্ধে ভরে যায় এলাকা। জনবহুল একটি অঞ্চল নিমেষে শ্মশানের চেহারা নেয়। বহু বাড়ি বিস্ফোরণের তীব্রতায় ভেঙে পড়ে। সন্ত্রাসবাদী সংগঠন আইএস ঘটনার দায় স্বীকার করেছে।

Share
Published by
News Desk
Tags: Yemen

Recent Posts