National

কোদাইকানালে বিয়ে করতে চলেছেন মণিপুরের ‘লৌহমানবী’

Published by
News Desk

বিয়ের পিঁড়িতে যে বসবেন তা ভোটের আগেই জানিয়েছিলেন। তবে মণিপুরের বিধানসভা নির্বাচনে শোচনীয় হারের পর তাঁকে আর সর্বসমক্ষে দেখা যাচ্ছিল না। অবশেষে ফের খবরে ফিরলেন মণিপুরের ‘লৌহমানবী’ বলে খ্যাত ইরম শর্মিলা চানু। বিয়ে করতে চেয়ে কোদাইকানালের রেজিস্টার অফিসে আবেদনও করেছেন তিনি। বিয়ে করছেন ব্রিটিশ প্রেমিক ডেসমন্ড কুটিনহোকে। যাঁর সঙ্গে ভোটের পর থেকেই কোদাইকানালবাসী হয়েছেন ইরম।

তবে এই বিয়েতে কিছুটা সময় লাগবে বলেই খবর। আন্তঃধর্ম বিয়ে হওয়ায় বিশেষ বিবাহ আইনে এই বিয়ে সম্পন্ন হবে। মণিপুরে আফস্পার বিরুদ্ধাচরণ করে তা অবিলম্বে তুলে নেওয়ার দাবিতে টানা ১৬ বছর অনশন করেন শর্মিলা। গত বছর অগাস্টে সেই ধনুরভাঙা পণ ত্যাগ করে রাজনৈতিক দল গড়ে ভোটে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন চানু। বিয়ে করার কথাও জানিয়ে দেন।

Share
Published by
News Desk

Recent Posts