National

বিফল দেশের প্রথম বেসরকারি কৃত্রিম উপগ্রহের উৎক্ষেপণ

Published by
News Desk

জিপিএস সিস্টেমকে আরও শক্তিশালী করতে‌ বেঙ্গালুরুর একটি বেসরকারি সংস্থা তৈরি করেছিল একটি কৃত্রিম উপগ্রহ। এটাই ছিল ভারতের প্রথম বেসরকারি কৃত্রিম উপগ্রহ। তাই এর উৎক্ষেপণের সাফল্যের দিকে চেয়েছিল গোটা দেশ। কিন্তু ইতিহাসের দোরগোড়ায় দাঁড়িয়েও সফল হলনা সেই কৃত্রিম উপগ্রহের মহাকাশে পাড়ি।

আইআরএনএসএস-১এইচ নামে দেশের সর্ববৃহৎ এই ন্যাভিগেটরটির উৎক্ষেপণ ব্যর্থ হওয়ার পর ইসরোর তরফে জানানো হয়, অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে বৃহস্পতিবার সন্ধে ৭টায় মহাকাশে পাড়ি দেয় উপগ্রহটি। উৎক্ষেপণের প্রথম ৩টি স্তর ঠিকঠাক পার করলেও চতুর্থ স্তরে প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ে। যে হিট শিল্ডের মধ্যে থেকে কৃত্রিম উপগ্রহটি বেরিয়ে আসার কথা সেটি বার হতে পারেনি। ব্যর্থতার সঠিক কারণ আরও বিস্তারিতভাবে জানার চেষ্টা করছে ইসরো।

Share
Published by
News Desk