SciTech

নেভিগেশন উপগ্রহ বৃত্ত সম্পূর্ণ করল ভারত

Published by
News Desk

অবশেষে মহাকাশে নেভিগেশন উপগ্রহ প্রতিস্থাপন বৃত্ত সম্পূর্ণ করল ভারত। বৃহস্পতিবার শ্রীহরিকোটা থেকে সপ্তম নেভিগেশন উপগ্রহটি উৎক্ষেপণ করা হয়। দুপুর ১২টা ৫০ মিনিটে পিএসএলভি রকেটে চড়ে মহাকাশে পাড়ি দেয় আইআরএনএসএস-১জি নামে সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি উপগ্রহটি। কমলা আগুনের ধাক্কায় নীল আকাশের বুকে পাড়ি দেওয়া উপগ্রহটি নির্ধারিত জায়গাতে সফলভাবে প্রতিস্থাপিত হয়েছে বলেই জানিয়েছেন ইসরোর বিজ্ঞানীরা।

আকাশে পাড়ি দেওয়ার ২০ মিনিট পর পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির বলয় ছেড়ে বেড়িয়ে যায় পিএসএলভি। তারপরই উপগ্রহটিকে মহাকাশে ছেড়ে দেয় পিএসএলভি। পুরো উৎক্ষেপণ পর্বই দিল্লিতে বসে কন্ট্রোল রুমের পর্দায় দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Share
Published by
News Desk