SciTech

মঙ্গল ছাড়াও অন্য এক গ্রহে প্রাণ থাকতে পারে, জানাল গবেষণা

এতদিন মনে করা হচ্ছিল মঙ্গলগ্রহে প্রাণের অস্তিত্ব থেকে থাকতে পারে। এবার গবেষকরা জানালেন অন্য এক গ্রহেও থাকতে পারে প্রাণের অস্তিত্ব।

Published by
News Desk

পৃথিবীর মত প্রাণের অস্তিত্ব থাকতে গেলে তার জন্য দরকার উপযুক্ত পরিবেশ। তা যদি থাকে তাহলে সেই গ্রহে প্রাণের অস্তিত্ব থাকতেই পারে।

মঙ্গলগ্রহে জলের সন্ধান চলছে। অনেক গবেষণাই প্রায় নিশ্চিত যে মঙ্গলে জল ছিল। আর জল যখন ছিল তখন প্রাণ থেকে থাকতে পারে বলে মনে করছেন অনেকে।

এর মধ্যেই গবেষকরা জানালেন মঙ্গল বলেই নয় আরও এক গ্রহেও থাকতে পারে প্রাণের অস্তিত্ব। আবার তাঁরাই যাবতীয় জল্পনায় জল ঢেলে একথাও জানিয়েছেন যে কোন গ্রহে প্রাণের অস্তিত্ব থাকলেও থাকতে পারে বলে করা হলেও তা হতে পারেনা।

গবেষকেরা জানাচ্ছেন বৃহস্পতির যে মেঘ রয়েছে তাতে জলের অস্তিত্ব পাওয়া গেছে। আর তা যখন আছে তখন সেখানে পৃথিবীর মত প্রাণের অস্তিত্বও থাকতেই পারে।

কিন্তু তাঁরা এটাও জানিয়েছেন যে যে জল্পনা শোনা গিয়েছিল যে শুক্র গ্রহের মেঘে প্রাণের অস্তিত্ব থাকতে পারে তা একেবারেই সম্ভব নয়। কুইনস বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা একথা জানিয়েছেন।

এতদিন ধারণা ছিল প্রাণের অস্তিত্ব থাকতে গেলে কোনও গ্রহে জলের অস্তিত্ব থাকতে হবে। আর সেই জল সমুদ্র, নদী, বৃহৎ জলাশয়ের মত হতে হবে। হতে পারে এখন নেই। কিন্তু কোনও সময় তেমন ছিল এটা প্রমাণ হলে তবেই প্রাণের অস্তিত্ব নিশ্চিত হবে।

এই গবেষণা কিন্তু সেই ধারণা ভেঙে দিয়েছে। গবেষকরা জানিয়েছেন সেভাবে জল না থেকে জলের অণু বা ওয়াটার অ্যাকটিভিটি থাকলেও সেখানে প্রাণের অস্তিত্ব থাকতেই পারে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: IrelandNASA