World

বজ্রপাত হতেই অবাক কাণ্ড ঘটাল কুকুরটি, অবিশ্বাস্য ঘটনায় তোলপাড়

বাজ পড়লে অনেক পশুপাখিই নিজেদের রক্ষা করতে নানা কিছু করে। যেমন একটি কুকুর বাজ পড়তেই অবিশ্বাস্য এক কাণ্ড ঘটায়। তারপর যা হল।

Published by
News Desk

প্রাকৃতিক নানা ঘটনা পশুপাখিদের উদ্বিগ্ন করে, আতঙ্কিত করে। তারা ভয় পেয়ে নানা কাণ্ড করে ফেলে। নিজেদের রক্ষা করার তাগিদে চঞ্চলতায় ভুগতে শুরু করে। একটি কুকুর বেশ ছিল। আচমকা বাজ পড়তেই সে ভয় পেয়ে যায়। তারপর ছুটতে শুরু করে।

আর সেই যে দৌড় শুরু করে তারপর ছুটতেই থাকে। দীর্ঘ পথ দৌড়ে ফেলে সে। এদিকে সে যেখানে পৌঁছয় সেখানে তাকে এদিক ওদিক ঘুরতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। তাঁরা প্রাণি রক্ষা সংগঠনে খবর দেন।

সংগঠনের সদস্যরা এসে ওই আতঙ্কিত কুকুরটিকে উদ্ধার করেন। কুকুরটি যে বাড়ির পোষা তা পরিস্কার হয়ে যায় তাঁদের কাছে। কুকুরটির গলায় তাঁরা একটি মাইক্রোচিপ বাঁধা থাকতে দেখেন। যা কুকুরটি সম্বন্ধে খোঁজখবর করার পথ খুলে দেয়।

তাঁরা তার মালিকের সঙ্গেও যোগাযোগ করতে পারেন। আর যোগাযোগ করতে পারার পরই তাঁদের কাছে এক অবিশ্বাস্য ঘটনা স্পষ্ট হয়। বাজ পড়তে কুকুরটি যে দৌড়তে শুরু করে তারপর সে ছুটেছে ৩২ কিলোমিটার পথ। আতঙ্কে ৩২ কিলোমিটার পথ সে ছুটে অতিক্রম করে ফেলেছে।

ঘটনাটি ঘটেছে আয়ারল্যান্ডে। পরে কুকুরটিকে তার মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়। পশুকল্যাণ কেন্দ্রটি, যারা কুকুরটিকে উদ্ধার করে, তারা সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার কথা জানিয়েছে।

যা জানার পর অনেকেই বিশ্বাস করতে পারছেন না। বাজ পড়ার শব্দে ভয় পেয়ে ৩২ কিলোমিটার ছুটে ফেলল একটি কুকুর! এটাই তো ঘটেছে।

Share
Published by
News Desk
Tags: Ireland

Recent Posts