World

প্রেমিকা খুঁজতে নিশ্চিন্ত আশ্রয় ছেড়ে পালাল চার্লি

তার এক প্রেমিকা চাই। বিশেষজ্ঞেরা মনে করছেন সেই প্রেমিকার খোঁজেই নিশ্চিন্ত আশ্রয় ছেড়ে পালিয়ে গেছে চার্লি। হন্যে হয়ে খুঁজছে কাছাকাছি বয়সের প্রেমিকা।

Published by
News Desk

নিশ্চিন্ত আশ্রয়ে বেশ কাটছিল দিনগুলো। কিন্তু তার স্ত্রী বাঁদরদের প্রতি একটা টান যে রয়েছে তা বিশেষজ্ঞদের নজরে পড়েছিল। কারণ ওখানেই থাকা বয়স্ক ৩ স্ত্রী বাঁদরের সঙ্গে দুষ্টুমি শুরু করেছিল সে। যদিও তার বয়স ওদের চেয়ে অনেকটা কম। তবে কাপুচিন প্রজাতির বাঁদর চার্লির আসল পছন্দ কমবয়সী স্ত্রী বাঁদর। যার সঙ্গে সে সম্পর্ক স্থাপন করতে চাইছে।

তেমন কোনও স্ত্রী বাঁদর সে তার নিশ্চিন্ত আশ্রয় বাঁদরদের অভয়ারণ্যে খুঁজে পাচ্ছিল না। অগত্যা সে তার নিশ্চিন্ত আশ্রয়কেও আর গুরুত্ব না দিয়ে প্রেমের টানে স্ত্রী বাঁদরের খোঁজে পালিয়ে গেল। অভয়ারণ্যের সুখের দিন ছেড়ে সে পাড়ি দিল বনে বাদারে জঙ্গলে। যদি কোথাও সে তার মনের মানুষের দেখা পায়।

আয়ারল্যান্ডের এই ঘটনা বেশ অবাক করেছে সকলকে। ওই অভয়ারণ্যের দায়িত্বে যিনি ছিলেন তিনি চার্লিকে ভাল চেনেন। তিনি বাঁদরদের গতিবিধি সম্বন্ধেও ওয়াকিবহাল।

তাই তিনি সকলকে সতর্ক করে জানিয়েছেন চার্লি কিন্তু মানুষের সঙ্গ পেয়ে অভ্যস্ত নয়। তাই তাকে কোথাও দেখতে পেলে যদি কেউ তার দিকে এগিয়ে যান তাহলে কিন্তু চার্লির আক্রমণের মুখে পড়তে হতে পারে তাঁকে।

এমনকি শিকারিদেরও সতর্ক করে তিনি জানিয়েছেন চার্লির যেন কোনও ক্ষতি করার চেষ্টা না হয়। যদিও চার্লি নামে ওই কাপুচিন বাঁদরটি অভয়ারণ্য ছেড়ে পালিয়েছে, তাও তার এই সঙ্গী খোঁজার ইচ্ছাকে সম্মান জানাচ্ছেন বিশেষজ্ঞেরা। প্রকৃতির মাঝে তাকে তার মতই থাকতে দিতে চাইছেন তাঁরা।

Share
Published by
News Desk
Tags: Ireland

Recent Posts