World

মাথায় বুলেটের ক্ষত, মৃত অবস্থায় উদ্ধার সাংবাদিক

Published by
News Desk

রাস্তার ধারে পড়েছিল দেহটা। মাথায় বুলেটের ক্ষত। মৃতের নাম সমীর আলি শগারা। একটি ইরাকি স্যাটেলাইট চ্যানেলে কর্মরত ছিলেন তিনি। ইরাকের রাজধানী শহর বাগদাদের আল কানাত স্ট্রিটের ওপর মেলে সমীরের দেহ। ইরাকি সুরক্ষাবাহিনী টহল দেওয়ার সময় দেহটি দেখতে পায়। কে বা কারা তাঁকে হত্যা করেছে তা পরিস্কার নয়।

সারা বিশ্বে সাংবাদিক ও সংবাদ মাধ্যমের স্বাধীনতার সবচেয়ে শোচনীয় পরিস্থিতি ইরাকে। ইরাকের জার্নালিস্ট সিন্ডিকেটই জানাচ্ছে ২০০৩ সাল থেকে এখনও পর্যন্ত প্রায় ৫০০ জন সাংবাদিক ইরাকে খুন হয়েছেন।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk
Tags: Bengali News

Recent Posts