World

রানওয়ে ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ল নিয়ন্ত্রণহীন বিমান, মৃত কমপক্ষে ১৫

Published by
News Desk

নামার কথা ছিল একটি বিমানবন্দরে। পাইলটের ভুলে বিমান গিয়ে নামল অন্য বিমানবন্দরে। আর সেটাই হল কাল! কেননা যে বিমানবন্দরে নামল সেখানে কারগো বিমানের মত অতিকায় বিমান নামার উপযুক্ত পরিকাঠামোই নেই! ফলে বিমানটি রানওয়ে ছুঁল ঠিকই কিন্তু তার গতিতে লাগাম দিতে না পেরে রানওয়ে ছেড়ে বিমান বন্দর ছেড়ে বেরিয়ে গেল বাইরে। ঢুকে পড়ল বিমান বন্দর লাগোয়া লোকালয়ে। সেখানে একটি ফাঁকা বাড়িতে ধাক্কা মেরে আগুন ধরে যায় বিমানটিতে। ঝলসে মৃত্যু হয় ১৫ জনের। বিমানে থাকা মাত্র ১ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। ওই ফ্লাইট ইঞ্জিনিয়ারের হাসপাতালে চিকিৎসা চলছে।

সোমবার ঘটনাটি ঘটেছে ইরানের কারাজ শহরের কাছে। এই কারাজ শহরের বিমানবন্দরেই নামার কথা ছিল কারগো বিমানটির। কিন্তু পাইলটের ভুলে সেটি নেমে পড়ে ফাথ বিমানবন্দরে। আর তার জেরেই ঘটে যায় এমন ভয়ংকর ঘটনা। লোকালয়ের বেশ কিছুটা অংশের ক্ষতি হয়েছে। ছড়িয়েছে আতঙ্ক। কির্গিজস্তান থেকে মাংস নিয়ে ইরানের কারাজ বিমান বন্দরে আসছিল বিমানটি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Iran

Recent Posts