World

পুলিশ হেডকোয়ার্টারে মানববোমা বিস্ফোরণ, মৃত কমপক্ষে ২

Published by
News Desk

পুলিশের প্রধান কার্যালয়ে আচমকাই ঢুকে পড়ার চেষ্টা করে এক জঙ্গি। তাকে ঢোকার আগেই বাধা দেন রক্ষীরা। তখনই সে তার গায়ে বাঁধা বিস্ফোরক ফাটিয়ে দেয়। প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। ভবনটির যথেষ্ট ক্ষতি হয়। বিস্ফোরণে ২ জনের মৃত্যু হয়। ২৮ জন আহত। যাঁদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ইরানের চাবাহার শহরে। পাকিস্তানের সীমানা ঘেঁষা এই এলাকায় সক্রিয় সুন্নি জঙ্গিরা। তারা ইরানের শিয়া সরকারের ওপর আক্রমণ হানতেই এই কাজ করেছে বলে দাবি করেছে পুলিশ। যদিও এখনও কোনও সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। ‌— সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Iran

Recent Posts