World

সেনাবাহিনীর কুচকাওয়াজে বন্দুকবাজের গুলিবর্ষণ, মৃত কমপক্ষে ২৪

Published by
News Desk

সেনাবাহিনীর কুচকাওয়াজ। প্রতিবছরই এটা হয়ে থাকে। ফলে এ বছরও অন্যথা হয়নি। যা দেখতে সাধারণ মানুষ থেকে শুরু করে সরকারি আধিকারিক ও সাংবাদিকদের ভিড় জমেছিল ইরানের খুজেস্তান প্রদেশের রাজধানী শহর আভাজে। সেই সেনা কুচকাওয়াজে গুলিবর্ষণের ঘটনায় গোটা দেশ এখন তোলপাড়। ইতিমধ্যেই কমপক্ষে ২৪ জনের মৃত্যু হয়েছে বলে জানাচ্ছে ইরানের সংবাদমাধ্যমগুলি। আহত অনেকে।

গুলিতে নিহত ও আহতদের মধ্যে রয়েছেন সেনা ছাড়াও সব বয়সের মানুষ। যাঁরা দর্শক হিসাবে হাজির হয়েছিলেন তাঁদের মধ্যে অনেকেই আহত হন। এই ঘটনায় কোনও জঙ্গি সংগঠন দায় স্বীকার করেনি। তবে ইরান সরকারের দাবি এটা ইসলামিক স্টেট গ্রুপের কাজ। হাত আছে আরব বিচ্ছিন্নতাবাদীদেরও। দ্রুত এই ঘটনার জবাব ইরান দেবে বলেও ট্যুইটারে জানিয়েছেন ইরানের বিদেশমন্ত্রী। তিনি জানিয়েছেন, ইরানের মানুষের সুরক্ষার জন্যই তাঁরা কড়া পদক্ষেপ করবেন।

Share
Published by
News Desk
Tags: Iran

Recent Posts