World

সম্পূর্ণ পোশাকহীন অবস্থায় পুলিশের গাড়ির ওপর চড়লেন মহিলা, ছড়াল ছবি

একটি পুলিশের গাড়ি। তার ওপর চড়ে বসেছেন এক মহিলা। সকলের নজর তাঁর দিকেই। কারণ তাঁর পরনে কোনও পোশাক নেই।

Published by
News Desk

এক মহিলা দাঁড়িয়ে আছেন ব্যস্ত রাস্তার মাঝে। সামনে একটি পুলিশের গাড়ি। সেই গাড়ির সামনে দাঁড়িয়ে থাকা ওই মহিলার পরনে একটা সুতোর টুকরোও নেই। সম্পূর্ণ পোশাকহীন অবস্থায় তিনি বেশ উত্তেজিতভাবে পুলিশের দিকে কিসব বলছেন।

তারপর তিনি ওই অবস্থাতেই চড়ে বসলেন সামনে দাঁড়ানো পুলিশের গাড়ির বনেটে। সেই ছবি কার্যত আগুনের মত ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। সোশ্যাল মিডিয়ায় হুহু করে ছড়ায় এক মহিলার প্রকাশ্য রাস্তায় এভাবে সম্পূর্ণ পোশাকহীন অবস্থায় সামনে আসা।

এটাও জানা যাচ্ছে ঘটনাটি ইরানে ঘটেছে। সেই ইরান যেখানে নারীদের অনেকটাই পোশাকে নিজেদের ঢেকে রাখতে হয়। সেটাই সে দেখের পোশাক বিধি। যার বিরুদ্ধে অনেকদিন ধরেই ইরানের নারী সমাজের একাংশ প্রবল প্রতিবাদে শামিল।

এই মহিলাও কি পোশাকহীন হয়ে সেই প্রতিবাদেই শামিল হয়েছেন? সেটা পরিস্কার নয়। তবে এই ছবি কিন্তু অনেককে নাড়িয়ে দিয়েছে। কেউ সমালোচনাও করেছেন। আবার কেউ ওই মহিলার সাহসিকতাকে কুর্নিশ জানিয়েছেন।

ওই মহিলা ঠিক কি কারণে এমন এক কাণ্ড ঘটালেন তা পরিস্কার না হলেও, ইরান জুড়ে চলা পোশাকবিধির বিরুদ্ধে মহিলাদের প্রতিবাদের একটা অংশ হিসাবেই ধরা হচ্ছে এই উন্মুক্ত প্রতিবাদকে।

প্রসঙ্গত কিছুদিন আগেই কেবল অন্তর্বাস পরে তেহরান বিশ্ববিদ্যালয় চত্বরে ঘুরতে দেখা গিয়েছিল এক তরুণীকে। সেটাও ছিল পোশাকবিধির বিরুদ্ধে প্রতিবাদ। তবে ব্যস্ত রাস্তার মাঝে এভাবে সব পোশাক ছেড়ে ওই মহিলা এখন ইন্টারনেটে হইচই ফেলে দিয়েছেন। ঘটনাটি ঘটেছে ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর মাসাদ-এ।

Share
Published by
News Desk
Tags: Iran