World

দুর্গম পার্বত্য এলাকায় ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান, মৃত ৬৬

Published by
News Desk

৬০ জন যাত্রী নিয়ে তেহরান থেকে ইয়াসুজ যাচ্ছিল আসেমান এয়ারলাইন্সের একটি বিমান। তেহরান থেকে রবিবার সকালে যাত্রা শুরু করে বিমানটি। বিমানে যাত্রী ছাড়া ছিলেন পাইলট সহ ৬ জন বিমানকর্মী। বেশ উড়ছিল বিমানটি। আচমকাই মধ্য ইরানের সেমিরম শহরের গা ঘেঁষা গহন পার্বত্য এলাকার ওপর দিয়ে ওড়ার সময়ে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটির। রাডার থেকেও উধাও হয়ে যায় বিমানটি। বেশ কিছুক্ষণ চেষ্টার পরও কোনও হদিস না পেয়ে খোঁজ শুরু হয়। পরে প্রশাসনের তরফে জানান হয়, বিমানটি ভেঙে পড়েছে। বিমানে থাকা ৬৬ জনের কেউই সম্ভবত বেঁচে নেই।

ঘটনার পরই শুরু হয় উদ্ধারকাজ। কিন্তু তা স্থলপথে সম্ভব হয়নি। কারণ ওই পার্বত্য এলাকা এতটাই দুর্গম যে সেখানে সর্বত্র সহজে পৌঁছন অসম্ভব। ফলে আকাশপথেই শুরু হয় তল্লাশি ও উদ্ধারকাজ। তবে আকাশপথে এই কাজ চালাতে প্রবল সমস্যার মুখে পড়তে হয় উদ্ধারকারীদের। এদিকে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ার কোনও স্পষ্ট কারণ জানা না গেলেও কুয়াশা ঢাকা ওই এলাকায় দৃশ্যমানতার অভাবকেই প্রাথমিকভাবে কারণ হিসাবে মনে করছে ইরান প্রশাসন।

Share
Published by
News Desk
Tags: Iran

Recent Posts