World

গরম ছেঁকায় গোটা দেশে ১ দিনের ছুটি

দেশজুড়ে ১ দিনের ছুটি ঘোষণা করল সরকার। গরম ছেঁকায় এই অভিনব সিদ্ধান্ত বলে জানা গেছে। এহেন সিদ্ধান্ত দেশের মানুষের কাছেও অভিনব ঠেকেছে।

Published by
News Desk

দেশের অধিকাংশ জুড়েই বইছে তাপপ্রবাহ। শহর থেকে গ্রাম আগুনে গরমে পুড়ছে। ৪০ ডিগ্রি বা তার চেয়ে বেশি গরমে নাজেহাল জনজীবন। এমন একদিন নয়। টানা কয়েকদিন ধরে চলছে। যা দেশের মানুষের কাছে অসহ্য ঠেকেছে। অনেকে অসুস্থও হয়ে পড়েছেন।

ফলে ইরান সরকার সরকারি দফতর সহ ব্যাঙ্কে ১ দিনের ছুটি ঘোষণা করেছে। গরমের জন্য এভাবে ছুটি ঘোষণা সে দেশে অভিনব। ইরানের রাজধানী শহর তেহরানে পারদ ৪০ ডিগ্রি পার করেছে।

তেহরান থেকে খুব দূরে নয় ভারামিন প্রদেশ। সেখানে পারদ ৪৩ ডিগ্রি পার করেছে। গত এপ্রিল মাসে কলকাতা টানা ৪০ ডিগ্রির ওপর দিন কাটিয়েছে। ৪৩ ডিগ্রিও পার করেছে। সেই গরম সহ্য করেও অফিস করতে হয়েছে মানুষজনকে।

কলকাতা তো তবু এক রকম। দেশের পশ্চিম অংশ এবং উত্তর পশ্চিম ভারতে তাপপ্রবাহ দিনের পর দিন চলেছে। পারদ ৪৮ থেকে ৫০ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করেছে। সেটা ইরানের পরিস্থিতি নয়।

তবে ৪০ ডিগ্রি পার করা গরম ও তাপপ্রবাহ ইরানের মানুষের প্রাণ ওষ্ঠাগত করে দিয়েছে। বাড়ি থেকে বার হতেও ভয় পাচ্ছেন অনেকে। সে দেশের সরকারও পরিস্থিতি বিবেচনা করে তাই ছুটির নির্দেশ দিয়েছে।

তবে যেসব সরকারি দফতর জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত সেখানে শনিবার ভোর ৬টা থেকে অফিস চালু হয়েছিল। চলেছে ৪ ঘণ্টা। আপাতত এভাবেই ইরানের জন্য অস্বাভাবিক গরম ঠেকানোর লড়াইয়ে শামিল হয়েছে ইরান সরকার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: IranWeather