Entertainment

কার সঙ্গে প্রেম করছেন জানালেন আমির খানের মেয়ে ইরা

Published by
News Desk

আমির খানের মেয়ে ইরা খান যথেষ্ট খোলামেলা মনের মানুষ। তরুণী ইরা যখনই কোনও বক্তব্য রাখেন তা স্পষ্ট করে রাখেন। তাই নিজের সম্পর্ক নিয়েও কোনও রাখঢাক করার রাস্তায় হাঁটলেন না তিনি। গত বছরই তিনি সোশ্যাল সাইটে নিজেরে প্রেম পর্বের কথা জানিয়েছিলেন, ছবিও দিয়েছিলেন। এ নিয়ে যথেষ্ট খোলামেলা ইরা।

ইরা এখন প্রেম করছেন মিশাল কিরপালানি-র সঙ্গে। প্রায় ৩ বছর হতে চলেছে তাঁদের প্রেম পর্ব। যদিও ইরা তা খোলসা করেন গত বছরই। ইরা জানাচ্ছেন, তিনি নিজের সম্পর্কের কথা জানিয়েছেন। তিনি জানাতে চেয়েছেন সকলকে। যদি মনে হয় জানাতে চান জানিয়ে দেওয়াই ভাল বলে মনে করেন তিনি। যদিও যাঁরা নিজেদের সম্পর্কের কথা খোলসা করতে চান না, তা তাঁদের তা ব্যক্তিগত সিদ্ধান্ত বলে মনে করেন ইরা।

ইরা খান আমির খানের প্রথম পক্ষের স্ত্রী রীনা দত্ত-র মেয়ে। ইরার ঝোঁক সিনেমায় অভিনয় করায় নয়। বরং পরিচালনায়। এত কম বয়সেই তিনি নাটক নিয়ে কাজ করছেন। গত বছর তাঁর পরিচালনায় একটি নাটক মঞ্চস্থও হয়েছে। গ্রিক বিয়োগান্তক কাহিনি ‘মেডি’-কে মঞ্চস্থ করেন তিনি। অভিনয় করেন জুনেইদ খান ও হ্যাজেল কিচ। আগামী দিনেও পরিচালনার জগতেই থাকতে চান ইরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk