চামচে চমক, একটা ঘরের মধ্যে রয়েছে ৩৮ হাজার চামচ
চামচ বস্তুটির প্রয়োজনীয়তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। এ ঘরে ঢুকলে কেবল চামচই দেখতে পাওয়া যায়। সবদিক মিলিয়ে ৩৮ হাজারের ওপর চামচ রয়েছে এখানে।

চামচ বস্তুটি যতই ছোট হোক, তার দৈনন্দিন জীবনে প্রয়োজনীয়তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। চামচ আবার নানা আকারের হয়। তার প্রয়োজনীয়তাও আলাদা। যেমন চায়ের চামচ, চিনি তোলার চামচ, খাওয়ার চামচ, কাসুন্দি তোলার চামচ এবং এমন অনেক ধরনের চামচ রয়েছে। যাদের চেহারা প্রতিটিই আলাদা।
সেই চামচেই বাজিমাত করে গোটা বিশ্বকে একসময় তাক লাগিয়ে দিয়েছিলেন অস্ট্রেলিয়ার এক ব্যক্তি। যাঁর সংগ্রহে ৩০ হাজার চামচ ছিল। কিন্তু সেই ৩০ হাজারও যে কিছুই নয়, তা এবার বুঝিয়ে দিলেন আইওয়া-র বাসিন্দা ক্যামি পল।
ওই মহিলার ডেভেনপোর্টে একটি গ্যালারি রয়েছে যা পরিচিত মিসিসিপি স্পুন গ্যালারি নামে। যেখানে ক্যামির দাবি রয়েছে ৩৮ হাজার ১৬২টি চামচ। যা তিনি ওই গ্যালারির একটি ঘরের মধ্যেই সাজিয়ে রেখেছেন।
দেওয়ালে সুন্দর করে সাজানো রয়েছে প্রচুর চামচ। প্রায় ২৪ জনকে কাজে লাগিয়ে ৫ ঘণ্টার চেষ্টায় ক্যামি তাঁর সংগ্রহে থাকা চামচগুলিকে সাজাতে সক্ষম হয়েছেন।
ক্যামির আরও দাবি, অস্ট্রেলিয়ার ৩০ হাজার চামচের মালিকের সংগ্রহে থাকা চামচের সবকটিই হল টিস্পুন। কিন্তু তাঁর সংগ্রহে টিস্পুন ছাড়াও রয়েছে সল্ট স্পুন, মাস্টার্ড স্পুন, গিল্ডেড এজ স্পুন সহ নানাধরনের চামচ।
ক্যামির আশা অস্ট্রেলিয়ার ওই ব্যক্তির দখলে থাকা চামচ সংগ্রহের রেকর্ড এবার আনুষ্ঠানিকভাবে তাঁর হতে চলেছে। কারণ তাঁর বিশ্বাস বিশ্বে তাঁর চেয়ে বেশি চামচের সংগ্রহ আর কারও কাছে নেই।