SciTech

মহাকাশে এই প্রথম, রেকর্ড গড়ে ইতিহাসের পাতায় ২ মহাকাশচারী

মহাকাশে এমনটা এর আগে হয়নি। এই প্রথম হল। যা করে দেখালেন ২ মহাকাশচারী। রেকর্ড গড়ে ফেললেন। ইতিহাসের পাতায় জায়গা পেলেন তাঁরা।

Published by
News Desk

মহাকাশে পাড়ি দেন মহাকাশচারীরা। সেখানে আন্তর্জাতিক স্পেস স্টেশনে থাকেন অনেকদিন। সেখানে থেকে নানা গবেষণার কাজ করেন। অনেক সময় প্রয়োজনে স্পেস স্টেশন থেকে বেরিয়ে মহাকাশে ভেসেও বেড়ান।

আন্তর্জাতিক স্পেস স্টেশনে মহাকাশচারীদের আনাগোনা লেগেই থাকে। যেমন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এখন আন্তর্জাতিক স্পেস স্টেশনে রয়েছেন।

এভাবেই বিভিন্ন দেশ থেকেই মহাকাশচারীরা যান সেখানে। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে সের্গেই প্রোকোপিয়েভ, দিমিত্রি পেটেলিন এবং ফ্রান্সিসকো রুবিও নামে ৩ মহাকাশচারী আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে পৃথিবীতে ফিরে আসেন।

তাঁরা সেখানে টানা ৩৭০ দিন ২১ ঘণ্টা ২২ মিনিট ১৬ সেকেন্ড কাটান। তাঁরা পৃথিবীতে ফেরার পর সেটাই ছিল সবচেয়ে বেশি মহাকাশে মানুষের কাটানো সময়ের রেকর্ড।

কিন্তু সেই রেকর্ড মাত্র ১ বছরই তাঁরা ধরে রাখতে পারলেন। তাঁদের সেই রেকর্ড ভেঙে দিয়ে ৩৭৪ দিন আন্তর্জাতিক স্পেস স্টেশনে কাটানোর রেকর্ড গড়লেন রাশিয়ার ২ মহাকাশচারী ওলেগ কোনোনেনকো এবং নিকোলাই চাব।

ওলেগ কোনোনেনকো এবং নিকোলাই চাব ২০২৩ সালের ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছন। তারপর থেকে টানা সেখানেই ছিলেন। ৩৭৪ দিন সেখানে কাটানোর পর আগামী ২৩ সেপ্টেম্বর তাঁরা পৃথিবীতে ফিরে আসতে চলেছেন।

সয়ুজ এমএস-২৫ মহাকাশযানে চেপে তাঁদের পৃথিবীতে ফিরে আসার কথা। এখনও পর্যন্ত কোনও মানুষ ৩৭৪ দিন মহাকাশে কাটাননি। এই ২ নভশ্চরই প্রথম সে কাজ করে ফেললেন। ফলে ইতিহাস রচনা করলেন তাঁরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk