আন্তর্জাতিক স্পেস স্টেশনে সঙ্গীদের সঙ্গে শুভাংশু শুক্লা, ছবি – সৌজন্যে – ফ্লিকার – @NASA Johnson
আন্তর্জাতিক স্পেস স্টেশনে প্রথম ভারতীয় হিসাবে পা পড়েছে শুভাংশু শুক্লা-র। এখন সেখানেই রয়েছেন তিনি। কয়েকদিন হয়ে গেল তিনি সেখানে রয়েছেন। পৌঁছনোর পর প্রধানমন্ত্রীর সঙ্গে কথাও বলেন শুভাংশু। তবে এসবের মাঝে চলছে গবেষণার কাজও।
শুভাংশু এখন ব্যস্ত রয়েছেন মহাকাশে মানুষের মস্তিষ্ক ও কম্পিউটারের মধ্যে একটি সংযোগ স্থাপনের ওপর কাজে। তাঁর এই গবেষণায় সঙ্গী হয়েছেন তাঁরই সঙ্গে আইএসএস-এ যাওয়া পোল্যান্ডের মহাকাশচারী।
উজানস্কি নামে ওই মহাকাশচারী তাঁর মাথায় একটি বিশেষ ধরনের টুপি পরছেন। যা ব্লুটুথ দিয়ে সংযোগ স্থাপন করছে একটি ল্যাপটপের সঙ্গে। এবার তাঁর মস্তিষ্কের গতিবিধি দেখা হচ্ছে কম্পিউটারে।
শুভাংশু এই পরীক্ষার সিগনালের মান ও হার্ডওয়্যারের ক্রমপর্যায় নিয়ে কাজ করছেন। তাঁরা এখন ২ জনই মহাকাশে রয়েছেন। ফলে তাঁরা হাতেকলমে মহাকাশেই মানুষের মস্তিষ্ক ও কম্পিউটারের মধ্যে সংযোগের বিষয়ে কাজ করতে পারছেন অনায়াসে।
কাজের ফাঁকেই আইএসএস থেকে স্কুল ছাত্রছাত্রীদের সঙ্গেও শুভাংশু শুক্লার কথা হওয়ার কথা। তিনি ছাত্রছাত্রীদের বোঝাবেন কীভাবে মানুষের পৌষ্টিকতন্ত্র মহাকাশে নিজের কাজ করে। এছাড়া ইসরোর বিজ্ঞানীদের সঙ্গেও শুক্রবার কথা বলার কথা রয়েছে শুভাংশু শুক্লার।
লখনউতে জন্ম শুভাংশুর। সেই শুভাংশু এখন ভারতের মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে এক অধ্যায়। ১৪ দিন মহাকাশে থেকে পৃথিবীতে ফেরত আসার কথা রয়েছে তাঁর। সঙ্গে নিয়ে আসবেন এক বিরল অভিজ্ঞতা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা