Kolkata

শেষ হল বইমেলা, মনের বইপোকাদের ফের একটা বছরের অপেক্ষা

সোমবারই শেষ হল বইমেলা। যাঁরা বইমেলার সঙ্গে দীর্ঘদিন ধরে পরিচিত, তাঁরা জানেন বইমেলা শেষ হয় সাধারণত রবিবার। বইমেলার শুরুটাও থাকে প্রথা মাফিক বার ধরে। কিন্তু তা বদলেছে। এবার বইমেলার উদ্বোধন হয় বৃহস্পতিবার। মানুষের ঢল নামে শুক্রবার থেকে। তারপরের সপ্তাহ পুরোটা কাটিয়ে এদিন সোমবার শেষ হল বইমেলা। এক চত্বরে এত বই দেখার সুযোগ আবার ফিরবে আগামী বছর।

কলকাতা আন্তর্জাতিক বইমেলা, ছবি – আইএএনএস

সেন্ট্রাল পার্ক চত্বরে বইমেলা গতবছর থেকেই জমে উঠেছে। এবারও তার অন্যথা হয়নি। বইমেলার শুরু থেকেই এবার বইমেলায় ভিড় জমতে শুরু করে। সেই চেনা ছবিও ধরা পড়ে। বইয়ের স্টল তো আছেই, সেই সঙ্গে খাবার দোকানগুলোতেও উপচে পড়া ভিড়। নানা খাবারে ভোজন রসিক বাঙালির মেতে উঠতে সময় লাগেনি।

কলকাতা আন্তর্জাতিক বইমেলা, ছবি – আইএএনএস

এবার ৪৩ তম বইমেলার থিম কান্ট্রি ছিল গুয়াতেমালা। গুয়াতেমালার স্টলে কিন্তু উৎসাহী মানুষ ভিড় জমিয়েছেন। এই দেশের সাহিত্য, সংস্কৃতিকে জানতে উৎসুক মানুষের সংখ্যা নেহাত কম ছিলনা। বিদেশি স্টলগুলোতেও ছিল অন্যান্য বারের মত মানুষের ঢল। এছাড়া বিভিন্ন পড়াশোনার বইয়ের বিক্রির পাশাপাশি, বাংলার আদিঅনন্ত কিছু চরিত্র, হাঁদাভোঁদা, বাঁটুল দি গ্রেট, নন্টে-ফন্টে দেদার বিকিয়েছে। বিক্রি হয়েছে হ্যারি পটার থেকে ঠাকুরমার ঝুলি। ছোটদের বই কেনার ধুম এবার বইমেলায় কিন্তু নজর কেড়েছে।

কলকাতা আন্তর্জাতিক বইমেলা, ছবি – আইএএনএস

যথারীতি এবার বইমেলায় জাগো বাংলার স্টলের সাজসজ্জা অনেকের চোখ আটকে দিয়েছে। মাটির বাংলাকে তুলে আনার চেষ্টা হয়েছে জাগো বাংলার স্টলে। এখানে অন্য বারের এবারও দিনভর চলেছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সংস্কৃতির অনুষ্ঠান হয়েছে পশ্চিমবঙ্গের স্টলের সামনেও। এর বাইরে গিটার হাতে তরুণের দল ইতি উতি বসে পড়েছে নিজের মত। বেজে উঠেছে গিটার। সুর তুলেছে নব্য প্রজন্ম। তাতে কখনও প্রতিবাদ, কখনও বিপ্লব তো কখনও ভালবাসা শব্দ ও সুরে মিশে ছড়িয়ে পড়েছে আশপাশে। বহু মানুষ কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে পড়েছেন এঁদের সামনে।

কলকাতা আন্তর্জাতিক বইমেলা, ছবি – আইএএনএস

লিটল ম্যাগাজিন যেমন বাজার পেয়ে থাকে এবারও তেমনই। কোনও নতুনত্ব নেই। তবে নতুনত্ব একটাই। যা প্রতিবছর নতুন করে ধরা পড়ে। তা হল নতুন কিছু মুখ। একদম ঝকঝকে তরুণ-তরুণী। আর ধরা পড়ে কিছু নতুন বই। পাতলা চটি বই জুড়ে স্বপ্ন তার জাল বোনে। মানুষের মনকে তারা নিজেদের মত করে নাড়া দিতে চায়। অনেক কিছু বলতে চায় তাদের কলম।

কলকাতা আন্তর্জাতিক বইমেলা, ছবি – আইএএনএস

এখন তো হাত বাড়ালেই বই। বিভিন্ন সাইটে বিক্রি হচ্ছে বইয়ের সম্ভার। বইমেলার চেয়ে দামেও অনেকটা সস্তা হয় পছন্দের বই। সেইসঙ্গে এখন হুহু করে বাড়ছে সাইবার কিডদের জন্য কিন্ডল এডিশনে বই। এসব কিছুর মধ্যেও বইমেলা তার মাটির গন্ধ আর মানুষের বইয়ের পাতা ওল্টানোর অভ্যাসকে সযত্নে বাঁচিয়ে রেখেছে। বাঁচিয়ে রেখেছে নতুন বইয়ের গন্ধকে। বাঙালির মননকে। বছরের এই সময়টায় অন্তত কটা দিনের জন্য বাঙালি তার অন্তরের গভীরে লুকিয়ে থাকা বইপোকাটাকে উপভোগ করার সুযোগ পায়। প্রবল চাপের কর্মজীবনের দাপটে হারিয়ে যাওয়া বইপ্রেমী মনটাকে একটু অক্সিজেন দেওয়ার সুযোগ পায়। এটাই বা কম কী!

News Desk

সুন্দরবনে শুরু হল বাঘ গোনা, সঠিক সংখ্যা পেতে বিশেষ বন্দোবস্ত করল বন দফতর

সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা কত সেটা একদম সঠিক করে পেতে বিশেষ বন্দোবস্তের পথে হাঁটল…

November 27, 2025

অসম্ভবকে সম্ভব করছেন এক কৃষক, কলকাতার পাশেই ফলাচ্ছেন মিষ্টি স্বাদের কমলালেবু

পাহাড় বা তরাই অঞ্চলে কমলালেবু ভাল হয়। কিন্তু এই উষ্ণায়নের যুগে কলকাতার পাশেই যে এমন…

November 27, 2025

দিতওয়ার ভ্রুকুটি, কয়েকদিনে চড়বে দক্ষিণবঙ্গের পারদ, উধাও শীত কবে ফিরবে তাও জানা গেল

হেমন্তের আলতো শীতের পরশ। কুয়াশার আস্তরণ। শীত শীত ভাব। সবই উধাও হতে চলেছে। আগামী কয়েকদিনে…

November 27, 2025

মেষ রাশির শুক্রবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৮ নভেম্বর, ২০২৫

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 27, 2025

বৃষ রাশির শুক্রবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৮ নভেম্বর, ২০২৫

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 27, 2025

মিথুন রাশির শুক্রবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৮ নভেম্বর, ২০২৫

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 27, 2025