Categories: Sports

আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক

Published by
News Desk

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি-র প্রথম স্বাধীন চেয়ারম্যান নিযুক্ত হলেন প্রবীন ভারতীয় ক্রিকেট প্রশাসক শশাঙ্ক মনোহর। গত মঙ্গলবার ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই-য়ের প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দেন তিনি। তারপর আইসিসির প্রেসিডেন্ট হওয়াটা ছিল সময়ের অপেক্ষা। এদিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসি-র প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হন তিনি। আগামী ২ বছরের জন্য নির্বাচিত হয়েছেন শশাঙ্ক।

নিয়ম অনুযায়ী আইসিসি-র ডিরেক্টর পদে থাকা দুই সদস্যের সমর্থনে চেয়ারম্যান পদের জন্য প্রার্থী হিসাবে নির্বাচনে দাঁড়ানো যায়। তবে প্রার্থীকে আইসিসির বর্তমান বা প্রাক্তন ডিরেক্টর হতে হবে। এবার নির্বাচনে দেখা যায় শশাঙ্ক মনোহরই একমাত্র প্রার্থী যিনি চেয়ারম্যান হওয়ার নির্বাচনে দাঁড়িয়েছেন। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।

Share
Published by
News Desk
Tags: ICC