Sports

আসন্ন বিশ্বকাপে সুরক্ষা বন্দোবস্ত নিয়ে ভারতকে আশ্বস্ত করল আইসিসি

Published by
News Desk

ক্রিকেট বিশ্বকাপ শুরু হচ্ছে আগামী ৩০ মে। ইংল্যান্ড-ওয়েলস ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় দলের সুরক্ষা বন্দোবস্ত নিয়ে প্রশ্ন তুলেছিল বিসিসিআই। বিসিসিআই-য়ের সিইও রাহুল জোহরি সুরক্ষা নিয়ে প্রশ্ন তোলেন। পুলওয়ামা হামলার পর ভারতীয় দল বিশ্বকাপ খেলার সময় কতটা সুরক্ষিত তা নিয়ে রাহুল জোহরির প্রশ্নের উত্তরে ক্রিকেটের আন্তর্জাতিক নিয়ামক সংস্থা আইসিসি জানিয়ে দেয় সুরক্ষা নিয়ে ভারত নিশ্চিন্ত থাকতে পারে।

আইসিসি-র আশ্বাসে দলের সুরক্ষা নিয়ে নিশ্চিন্ত হতে পেরেছেন রাহুল জোহরি। এদিকে বিশ্বকাপে ভারত আদৌ পাকিস্তানের সঙ্গে খেলবে কিনা না নিয়ে এখনও ভারতের তরফে কোনও সিদ্ধান্ত গৃহীত হয়নি। এখন প্রশ্ন উঠছে যদি তর্কের খাতিরে ধরেও নেওয়া যায় যে ভারত প্রথম রাউন্ডে ১৬ জুনের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলল না। পয়েন্ট ছেড়ে দিল। কিন্তু তারপরও বিশ্বকাপে ২ দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে।

প্রশ্ন উঠছে প্রথম রাউন্ডে পাকিস্তানকে পয়েন্ট ছাড়লেও নক আউট পর্যায়ে যদি ভারত-পাকিস্তান খেলা পড়ে তখন ভারত কী করবে? কারণ ওই ম্যাচ খেলব না বললে প্রতিযোগিতা থেকেই বাইরে চলে যেতে হবে তাদের। যদিও পাকিস্তানের বিরুদ্ধে ভারতের খেলা বয়কট করা উচিত বলেই অভিমত ব্যক্ত করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট ক্যাপ্টেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও প্রাক্তন স্পিনার হরভজন সিং। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: ICC

Recent Posts