Sports

পুরুষ ও মহিলাদের টি-২০ বিশ্বকাপের সূচি ঘোষণা করল আইসিসি

Published by
News Desk

২০২০ সালে পুরুষ ও মহিলাদের টি-২০ বিশ্বকাপ আয়োজিত হতে চলেছে অস্ট্রেলিয়ায়। মোট ৮টি শহরের ১৩টি মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পুরুষ ও মহিলাদের ২টি ফাইনালই হবে মেলবোর্নের এমসিজিতে।

মহিলাদের টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০২০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত। পরে পুরুষদের টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০২০ সালের ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত। ঘোষণা করল আইসিসি।

মহিলাদের ১০টি দল অংশ নেবে। তাদের মধ্যে মোট খেলা হবে ২৩টি। আর পুরুষদের ১৬টি দল অংশ নেবে। তাদের মধ্যে খেলা হবে ৪৫টি।

মহিলা টি-২০-তে ভারতের মহিলা দল প্রথম ম্যাচ খেলবে গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে। অন্যদিকে ভারতের পুরুষ দল প্রথম ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।

Share
Published by
News Desk
Tags: ICC

Recent Posts