Sports

পদত্যাগপত্র প্রত্যাহার, আইসিসি চেয়ারম্যানই থাকছেন শশাঙ্ক মনোহর

Published by
News Desk

বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি-র চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেও পদত্যাগপত্র ফিরিয়ে নিলেন শশাঙ্ক মনোহর। কিছুদিন আগে আইসিসি-র চেয়ারম্যান পদ থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন প্রাক্তন বিসিসিআই সভাপতি শশাঙ্ক। পদত্যাগপত্র পাঠিয়ে দেন আইসিসি-র সিইও ডেভ রিচার্ডসনের কাছে।

তাঁর সেই পদত্যাগপত্র নিয়ে আইসিসি বোর্ড মিটিংয়ে দীর্ঘ আলোচনার পর তাঁর আর্থিক সংস্কারধর্মী প্রায় সব প্রস্তাবেই সম্মত হয় বোর্ড। তারপরই তাঁকে পদত্যাগপত্র ফিরিয়ে নেওয়ার আর্জি জানানো হয়। বোর্ডের সেই আর্জি ফেরাতে পারেননি শশাঙ্ক। ফিরিয়ে নিয়েছেন নিজের দেওয়া পদত্যাগপত্র।

Share
Published by
News Desk
Tags: ICC

Recent Posts