Sports

ব্যক্তিগত কারণ দেখিয়ে আইসিসি চেয়ারম্যান পদ ছাড়লেন শশাঙ্ক

Published by
News Desk

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসি-র চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন শশাঙ্ক মনোহর। ক্রিকেট প্রশাসনের সর্বোচ্চ সংস্থার প্রধানের পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। কারণ হিসাবে সামনে এনেছেন ব্যক্তিগত বিষয়। যদিও ক্রিকেট মহলের ধারণা কারণটা অন্য।

ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে অজি অধিনায়ক স্টিভ স্মিথের বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে স্টিভের বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য ক্রিকেটারদের তরফে চাপ ছিল। চাপ ছিল বোর্ডের তরফ থেকেও। সুনীল গাভাস্কারের মত খেলোয়াড় খোলাখুলি স্টিভের বিরুদ্ধে পদক্ষেপ না করার জন্য আসিসি-র বিরুদ্ধে কড়া মন্তব্য করেন। তাঁর নিজের দেশেই এত চাপ সহ্য করতে পারছিলেন না শশাঙ্ক মনোহর। অনেকের ধারণা সম্ভবত সেই কারণেই নিজে থেকে আইসিসি চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন তিনি।

Share
Published by
News Desk
Tags: ICC