Categories: National

বিক্রমাদিত্যে বিষাক্ত গ্যাস লিক, মৃত ২

Published by
News Desk

আইএনএস বিক্রমাদিত্যের মেরামতির সময় বিষাক্ত গ্যাস লিক করে মৃত্যু হল ২ জনের। এঁদের মধ্যে একজন রাশিয়ার তৈরি এই এয়ারক্রাফট ক্যারিয়ারের নাবিক। অন্যজন জাহাজের সাধারণ কর্মচারি। সূত্রের খবর, শুক্রবার এই যুদ্ধজাহাজের নিকাশি ব্যবস্থার মেরামতির সময় আচমকাই সেখান থেকে বিষাক্ত গ্যাস বার হয়। যাতে মৃত্যু হয় ২ জনের। কর্ণাটকের কারওয়ার নেভাল বেসে কয়েকদিন ধরেই বিক্রমাদিত্যের মেরামতির কাজ চলছে। শুক্রবার বিকেলের দিকে কাজ চলার সময় আচমকাই বিষাক্ত গ্যাস বার হওয়ায় ৪ জন অসুস্থ হয়ে পড়েন। এঁদের মধ্যে দুজনের মৃত্যু হলেও বাকি দুজনের অবস্থা স্থীতিশীল বলে জানা গেছে।

Share
Published by
News Desk