Business

১২ বছর পর পেপসির সিইও পদ থেকে সরছেন ইন্দ্রা নুই

Published by
News Desk

পেপসির সিইও পদ থেকে অবশেষে সরছেন ভারতীয় বংশোদ্ভূত কর্পোরেট ব্যক্তিত্ব ইন্দ্রা নুই। ভারতীয় মহিলা হিসাবে বিশ্ব বাণিজ্য মহলের তাঁর সুখ্যাতি অবশ্যই তারিফের দাবি রাখে। ১২ বছর পেপসির সিইও পদে ছিলেন ইন্দ্রা নুই। মাউন্টেন ডিউ-কে সাফল্যের চূড়ায় নিয়ে যাওয়া তাঁর একটি বড় সাফল্য। বিভিন্ন সংবাদমাধ্যম জানাচ্ছে, ইন্দ্রা নুইয়ের স্থলাভিষিক্ত হচ্ছেন পেপসিতেই ২২ বছর কাজ করা রামোন লাগুয়ার্তা। আগামী ৩ অক্টোবর তিনি তাঁর দায়িত্বভার গ্রহণ করবেন। পেপসিকে আগামী দিনে সাফল্যের চূড়ায় নিয়ে যেতে রামোনই সঠিক মানুষ বলে জানিয়ে ট্যুইট করেন ইন্দ্রা নুই।

পেপসিকে অন্য শিখরে পৌঁছে দিয়েছেন ইন্দ্রা নুই। ১২ বছর সংস্থার সিইও থাকাকালীন তিনি এই সফট ড্রিংসকে জুস ও চায়ের জগতেও সাফল্য এনে দিয়েছেন। সিইও পদ থেকে সরলেও ২০১৯ সাল পর্যন্ত নুই পেপসিকো বোর্ডের চেয়ারম্যান থাকছেন।

Share
Published by
News Desk
Tags: Indra Nooyi

Recent Posts