World

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প, মৃত শতাধিক

Published by
News Desk

প্রবল ভূমিকম্পে ধূলিসাৎ হয়ে গেল বহু এলাকা। মৃতের সংখ্যা শতাধিক। আহত অগুন্তি। বহু বাড়ি ভেঙে পড়েছে। ভেঙে পড়েছে দোকানপাট। ইন্দোনেশিয়ার অ্যাসে প্রদেশ বুধবার সকালে প্রবল কম্পনে কেঁপে ওঠে। কম্পনের মাত্রা ছিল ৬.৫। পিডি জায়া শহরের অবস্থা সবচেয়ে শোচনীয়। প্রায় গোটা শহরটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অ্যাসে প্রদেশ থেকে মাত্র ১২ মাইল দূরে সমুদ্রের তলায় ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। খুব কাছে কেন্দ্রস্থল হওয়ায় অ্যাসে প্রদেশের ক্ষয়ক্ষতির পরিমাণ এতটা ভয়ংকর। যদিও কম্পনের পর কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি। এদিকে কম্পনের জেরে ধ্বংসস্তূপের চেহারা নেওয়া শহরগুলিতে শুরু হয়েছে উদ্ধারকাজ। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে।

 

Share
Published by
News Desk