কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত চিত্রে ইন্দোনেশীয় বিয়ে, প্রতীকী ছবি
তাঁর ওই তরুণীকে পছন্দ হয়েছিল। কোথায় কীভাবে তা জানা না গেলেও পছন্দটা হয়েছিল। চেয়েছিলেন তাঁকে বিয়ে করতে। কিন্তু তরুণীর বয়স ২৪ বছর। আর তাঁর বয়স ৭৪। ফারাক ৫০ বছরের! সেটাই সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায়।
ওই তরুণী বিষয়টি জানার পর কিন্তু বিয়েতে রাজি হয়ে যান। বিয়েতে তাঁকে একটা ব্রাইড প্রাইস বা কনে অর্থ দিতে হত ওই বৃদ্ধকে। তাতে বৃদ্ধেরও আপত্তি ছিলনা। যদিও তরুণীর পরিবারের সকলে তাঁকে এ বিয়ে করতে মানাই করেন।
কিন্তু তরুণী সে নিষেধে কান দেননি। তিনি ওই বৃদ্ধের ডাকে সাড়া দিয়ে তাঁকে বিয়ে করতে রাজি হয়ে যান। বিয়ের দিন ছিল আরও বড় চমক। এলাহি আয়োজনের পাশাপাশি যখন ওই বৃদ্ধ বর কনের হাতে ব্রাইড প্রাইসের চেক তুলে দেন তখন দেখা যায় প্রথমে যা স্থির হয়েছিল তার চেয়ে অনেক বেশি অর্থের চেক সেটি।
ভারতীয় মুদ্রায় প্রায় ১ কোটি ৬০ লক্ষ টাকার মতন। এছাড়াও বিয়ের আয়োজনে তারমান নামে ওই বৃদ্ধ যে খরচ করেন তাও কয়েক কোটি। এত খরচ করে বিয়ে হলেও বিতর্ক কিন্তু বিয়ের পরই পিছু ধাওয়া শুরু করে নবদম্পতির।
কারণ বিয়ের পর নবদম্পতি একটি বাইকে চড়ে সেখান থেকে চলে যান। যার পর বিয়ের ছবি তোলার দায়িত্ব যাঁদের হাতে ছিল তাঁরা দাবি করেন ওই তারমান তাঁদের টাকা না মিটিয়েই পালিয়ে গেছেন। পুলিশেও খবর যায়।
প্রশ্ন ওঠে কনের হাতে তুলে দেওয়া চেক আসল কিনা তা নিয়েও। সমালোচনার কথা জানতে পেরে সোশ্যাল মিডিয়া মারফত তারমান জানান তিনি কোথাও পালাননি। চেকটাও আসল।
কনের বাড়ি থেকেও বিয়ের পর নবদম্পতি ভাল আছেন বলেই নিশ্চিত করা হয়। ইন্দোনেশিয়ার এই চর্চিত বিয়ের কথা সাউথ চায়না মর্নিং পোস্ট সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।
যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…
মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…
অবশ্যই এক বড় প্রাপ্তি। এই পশ্চিমবঙ্গের জঙ্গলেই দেখা মিলল অতি বিরল প্রজাতির এক হরিণের। যার…
এই রাজ্যকে ঘুমন্ত রাজ্য বলা হয়। এর পিছনে রয়েছে বিশেষ কারণ। যা জানার পর এটা…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…