World

আগ্নেয়গিরির গা বেয়ে যখন গড়িয়ে পড়ে উজ্জ্বল নীল লাভা

আগ্নেয়গিরি থেকে যখন লাভা স্রোত বার হয় তখন লাল গলিত লাভা দূর থেকে দেখা যায়। কিন্তু কখনোসখনো আগ্নেয়গিরিতে উজ্জ্বল নীল রংও দেখা যায়।

Published by
News Desk

আগ্নেয়গিরি যখন জেগে ওঠে তখন তা থেকে প্রচুর ধোঁয়ার কুণ্ডলী ও ছাই বার হতে থাকে। তারপর তার জ্বালামুখ থেকে বেরিয়ে আসে লাভা স্রোত। প্রবল উত্তাপে গলিত লাভা আগ্নেয়গিরির গা বেয়ে গড়িয়ে নেমে আসতে থাকে নিচের দিকে। সেই টকটকে লাল লাভার স্রোত বহু দূর থেকে দেখতে পাওয়া যায়।

আগ্নেয়গিরির এটাই চেনা ছবি। কিন্তু মাঝে মধ্যে আগ্নেয়গিরি থেকে উজ্জ্বল নীল আলো বার হতেও দেখা যায়। রাতের অন্ধকারে যা বহু দূর থেকেও নজর কাড়ে।

আগ্নেয়গিরির জ্বলন্ত লাভা তো নীল হতে পারেনা। তা লাল হবে। তবে মাঝে মধ্যে কয়েকটি আগ্নেয়গিরি এ কোন নীল উদ্গীরণ করে? অবাক করে দেওয়া সেই দৃশ্য কিন্তু এক বিশেষ কারণে হয়ে থাকে।

বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, অনেক সময় আগ্নেয়গিরির গায়ে ফাটল দেখা দেয়। সেসব ফাটল থেকে সালফিউরিক গ্যাস নির্গত হতে থাকে। আগ্নেয়গিরির ভিতরের উত্তাপ ৬০০ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়ে গেলে প্রবল চাপ ও উত্তাপে এই সালফিউরিক গ্যাস নির্গত হতে থাকে আগ্নেয়গিরির ফাটল দিয়ে।

এই সালফিউরিক গ্যাস বাতাসের সংস্পর্শ এলে জ্বলে ওঠে। যা এই গাঢ় উজ্জ্বল নীল আলোর সৃষ্টি করে। তখন মনে হয় লাল নয় নীল লাভা গড়িয়ে পড়ছে আগ্নেয়গিরির গা বেয়ে।

ঘটনাটি দুর্লভ হলেও মাঝে মাঝে নজর কাড়ে। ইন্দোনেশিয়ার কাওয়া ইজেন নামে একটি আগ্নেয়গিরি দিয়ে এমন উজ্জ্বল নীল লাভা গড়িয়ে পড়তে দেখা গেছে।

Share
Published by
News Desk
Tags: Indonesia

Recent Posts