World

রাস্তায় পোশাকহীন অবস্থায় গ্রামবাসীদের তাড়া করলেন ভিনদেশি পর্যটক

শরীরে এক কণাও পোশাক নেই। সম্পূর্ণ আদুর গায়ে গ্রামবাসীদের দিকে তেড়ে গেলেন এক ভিনদেশি পর্যটক। পরে সেই যুবক বিষয়টি নিয়ে মুখও খুললেন।

Published by
News Desk

সমুদ্রের ধারের অপরূপ স্থান মানেই পর্যটকদের অন্যতম আকর্ষণ। পর্যটকরা এমন সব জায়গায় সময় কাটাতে পছন্দ করেন। সেভাবেই এই দ্বীপে ছুটি কাটাতে পৌঁছে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার ২২ বছরের এক যুবক।

সেখানে একটি রিসর্টে ওঠেন ওই যুবক। এই পর্যন্ত সব ঠিক ছিল। কিন্তু গোল বাধল তাঁর কাণ্ডে। ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ তিনি মদ্যপ অবস্থায় ওই দ্বীপের বাসিন্দাদের দিকে তাড়া করেন।

শুধু তাড়া নয়, সম্পূর্ণ নগ্ন অবস্থায় ওই যুবক ছুটতে থাকেন গ্রামবাসীদের দিকে। একজন গ্রামবাসীকে কাছে পেয়ে তাঁর ওপর একটি মোটরবাইকও উল্টে দেন। যার জেরে ওই ব্যক্তির হাড় ভেঙেছে। স্টিচও করতে হয়েছে।

ঘটনার কথা জানার পরই পুলিশ ওই পর্যটকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। দ্রুত তাঁকে গ্রেফতার করা হয়। যদিও গ্রেফতারের পর নিজের কাজের জন্য ক্ষমা চেয়েছেন ওই যুবক।

ওই পর্যটক দাবি করেছেন যখন তিনি এভাবে নগ্ন অবস্থায় গ্রামবাসীদের পিছনে ধাওয়া করেন তখন তিনি নিজের মধ্যে ছিলেননা। তিনি সেই মানুষটাই ছিলেননা যেটা তিনি বাস্তবে। মদ্যপ অবস্থায় হুঁশ ছিলনা তাঁর।

ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ার সুমাত্রার সিমুলু দ্বীপে। পুলিশ অবশ্য ওই যুবককে পাকড়াও করে কারাবন্দি করেছে। তাঁর বিরুদ্ধে আইনমাফিক ব্যবস্থাও শুরু হয়েছে।

এদিকে কেন ওই অস্ট্রেলীয় যুবক এতটা রেগে গিয়ে গ্রামবাসীদের পিছু ধাওয়া করেন তাও খতিয়ে দেখছে পুলিশ। প্রসঙ্গত সমুদ্র ও প্রকৃতির টানে ইন্দোনেশিয়ার দ্বীপগুলিতে সারাবছর পর্যটকদের ভিড় লেগেই থাকে।

Share
Published by
News Desk
Tags: Indonesia

Recent Posts