World

জেগে উঠল ঘুমন্ত দৈত্য মাউন্ট আগুং

Published by
News Desk

৫৪ বছর পর জেগে উঠল ইন্দোনেশিয়ার ঘুমন্ত দৈত্য। মাউন্ট আগুং আগ্নেয়গিরির লাভা রাক্ষুসে খিদে নিয়ে আছড়ে পড়েছে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে। গত শনিবার স্থানীয়রা প্রথম এটির থেকে ধোঁয়ার কুণ্ডলী বার হতে দেখেন। ইন্দোনেশিয়ার জাতীয় বিপর্যয় মোকাবিলা সংস্থা জানিয়েছে, মাউন্ট আগুং সেদেশের অন্যতম পর্যটন কেন্দ্র কুটা থেকে ৭৫ কিলোমিটার দূরে অবস্থিত।

মাউন্ট আগুং সংলগ্ন ১০ কিলোমিটার এলাকা ইতিমধ্যেই খালি করে দেওয়া হয়েছে। আগ্নেয়গিরি থেকে গলগল করে বেরিয়ে আসছে লাভার স্রোত। সেইসঙ্গে ধোঁয়া আর ছাইতে মুখ ঢেকেছে আশপাশের এলাকা। বাতাসে উড়ে বেড়াচ্ছে ছাই। মাঝেমধ্যেই বিস্ফোরণের আওয়াজ ১২ কিলোমিটার দূর থেকেও শোনা যাচ্ছে। বালির আন্তর্জাতিক বিমানবন্দর সোমবার সকাল থেকে আগামী ২৪ ঘণ্টার জন্য বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ফলে সেদেশে আটকে পড়েছেন বহু পর্যটক। অনেক দূর থেকেও রাতে মাউন্ট আগুং এর চূড়ায় আগুনের উজ্জ্বল উপস্থিতি টের পাওয়া যাচ্ছে। ভূ-বিজ্ঞানীদের মতে, যা আরও বড়সড় অগ্ন্যুৎপাতের ইঙ্গিত দিচ্ছে মাউন্ট আগুং।

Share
Published by
News Desk