ফাইল : বিপর্যয়ের পর চলছে উদ্ধারকাজ, ছবি - আইএএনএস
প্রবল কম্পনে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। নতুন কিছু নয়। ইন্দোনেশিয়া যেহেতু প্যাসিফিক রিং অফ ফায়ারের ওপর অবস্থিত, তাই এখানে প্রায়শই কম্পন হয়। ভূমিকম্প প্রবল অঞ্চল হিসাবে ইন্দোনেশিয়া প্রসিদ্ধ। প্রচুর দ্বীপের সমাহার এই দেশের উত্তর মালুকু প্রদেশে রবিবার ভূমিকম্প হয়। রবিবার স্থানীয় সময় দুপুরে কম্পন অনুভূত হয়। ইন্দোনেশিয়ার ঘড়ির কাঁটায় তখন দুপুর ১টা ৩৭ মিনিট। প্রবল কম্পনে থরথর করে কেঁপে ওঠে চারপাশ। ছুটির দুপুরে প্রবল আতঙ্ক ছড়ায়।
রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৩, খাতায় কলমে যা তীব্র কম্পন হিসাবেই পরিচিত। কম্পন অনুভূত হতেই বহু মানুষ ঘর ছেড়ে বেরিয়ে আসেন। তবে কম্পনের মাত্রা তীব্র হলেও এদিন কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি। প্রশাসনের তরফে জানানো হয় কম্পন বেশি হলেও সুনামি সতর্কতা জারির মত পরিস্থিতি ছিলনা।
সমুদ্রের তলদেশ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎসস্থল। কম্পনের মাত্রা তীব্র হলেও কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। কোনও হতাহতের খবরও নেই। তবে আতঙ্ক ছড়িয়েছে। তীব্র কম্পন হওয়ায় মানুষের মধ্যে আফটারশকের ভয়ও ছিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা