World

ভাসছে দ্বীপ, জলে ডুবে মৃত ৮, ভেসে গেলেন অনেকে

Published by
News Desk

সারা রাত ধরে প্রবল ঝড় বৃষ্টিতে শোচনীয় হাল হল ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের। ভূমিকম্প, সুনামির পর এবার ঝড়-বৃষ্টি। একের পর এক প্রাকৃতিক দুর্যোগে নাজেহাল অবস্থা ইন্দোনেশিয়ার। এই অবস্থায় রাতভর প্রবল বৃষ্টির জেরে সুলাওয়েসির সিংহভাগ এলাকা এখন জলের তলায় চলে গেছে। বিভিন্ন এলাকায় জলে ডুবে মৃত্যু হয়েছে ৮ জনের। ৪ জন ভেসে গেছেন জলের তোড়ে। কয়েক হাজার মানুষ তুমুল বৃষ্টির জেরে হওয়া বন্যায় গৃহহীন হয়ে পড়েছেন। প্রাণ বাঁচাতে বাধ্য হয়ে উঁচু জায়গায় আশ্রয় নিচ্ছেন তাঁরা।

বন্যার সঙ্গে সঙ্গে আতঙ্ক আরও বাড়িয়েছে বিভিন্ন এলাকায় কাদা ধস। একটানা প্রবল বৃষ্টির জেরে পাহাড়ি এলাকার মাটি নরম হয়ে কাদা ধসের আকার নিয়ে নিচে নেমে আসছে। মাঝেমধ্যেই সেই বিশাল কাদা ধস নেমে আসছে জনবসতির ওপর। এই শোচনীয় অবস্থায় উদ্ধারকাজ শুরু করেছে প্রশাসন।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk
Tags: Bengali News

Recent Posts