World

খাবার দেওয়ার সময় মহিলার হাত, পেট খুবলে নিল কুমির

Published by
News Desk

তাকে খাওয়ানোর কাজই করছিলেন ওই মধ্যবয়সী মহিলা। পার্ল ফার্মে এটাই ছিল ডেইসি টুয়ো-র কাজ। প্রায় ৭০০ কেজি ওজনের বিশালকায় ওই কুমিরকে খাওয়ানোর সময় কোনওভাবে কুমিরের সামনে পড়ে যান তিনি। সময় নষ্ট করেনি কুমিরটি। তৎক্ষণাৎ ডেইসির ওপর ঝাঁপিয়ে পড়ে সে। তারপর তাঁর হাত ও পেটের বেশ কিছুটা অংশ খুবলে নেয়। এরপর নিজের দেহের ভারে পিষে মারে ডেইসিকে।

শিউরে ওঠার মত ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ার সুলাওয়েসি-তে। পুলিশ জানাচ্ছে এখানেই রয়েছে পার্ল ফার্মটি। ওই ফার্মের মালিক এক জাপানি নাগরিক। সেখানে কুমিরটিকে বেআইনিভাবে রাখা হয়েছিল। ওই জাপানি নাগরিককে পাকড়াও করার চেষ্টা চলছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk
Tags: Bengali News

Recent Posts