World

প্রবল কম্পন অনুভূত হলেও জারি হলনা সুনামি সতর্কতা

Published by
News Desk

ফের প্রবল কম্পন অনুভূত হল ইন্দোনেশিয়ায়। সাম্প্রতিক ভূমিকম্প, সুনামিতে বিধ্বস্ত ইন্দোনেশিয়ায় ফের কম্পন নতুন করে মানুষের মনে আতঙ্কের সৃষ্টি করে। সোমবার স্থানীয় সময় রাত ১২টা ২৭ মিনিটে কম্পন অনুভূত হয়। অনেকেই বাইরে বেরিয়ে আসেন। কম্পনের কেন্দ্রস্থল ছিল সমুদ্রের তলদেশের থেকে ১০ কিলোমিটার গভীরে। কম্পনের মাত্রা ছিল ৬.৫। যা তীব্র কম্পন হিসাবেই ধরা হয়। যদিও কম্পনের মাত্রা তীব্র হলেও কোনও সুনামি সতর্কতা জারি হয়নি।

এদিনের কম্পনে বড় ধরণের কোনও ক্ষতির খবর নেই। কোনও হতাহতের খবরও নেই। তবে ইদানিংকালে বারবার কেঁপে উঠছে ইন্দোনেশিয়া।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk
Tags: Bengali News

Recent Posts