World

সুনামির পর এবার ভূমিকম্পে কাঁপল মাটি, সীমাহীন আতঙ্কে দেশবাসী

Published by
News Desk

গত শনিবারের হঠাৎ সুনামি কেড়ে নিয়েছে ৪০০-র ওপর প্রাণ। সেই ধ্বংসস্তূপই এখনও সরানো সম্ভব হয়নি। এখনও সুনামি আতঙ্কে ভুগছেন মানুষজন। বহু মানুষের খোঁজ নেই। অনেকে গৃহহীন। এমন এক বিধ্বস্ত পরিস্থিতির মধ্যেই ফের বিরূপ প্রকৃতির কোপে ইন্দোনেশিয়া। এবার ভূমিকম্পে কাঁপল দেশের মাটি। পাপুয়া বারাত প্রদেশে তীব্র ভূমিকম্প অনুভূত হয়। মাত্রা ছিল ৬.১, যা নেহাত কম নয়। ভূমিকম্পে ধ্বংসলীলার জন্য যথেষ্ট মাত্রায় কম্পন অনুভূত হতেই অনেকে বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন। মানকওয়াড়ি শহরের ২৬ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। তবে ভূমিকম্পের মাত্রা তীব্র হলেও এদিন কোনও সুনামি সতর্কতা জারি হয়নি।

বেশ কিছুটা সময় কম্পন অনুভূত হয়। আতঙ্কে মানুষজনের বাইরে খোলা যায়গায় আসার হুড়োহুড়ি পড়ে যায়। তবে শুক্রবারের কম্পনে কোনও হতাহতের খবর নেই। কিছু বাড়ির সামান্য ক্ষতি হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Bengali News

Recent Posts