World

জেল থেকে পালাল ১১৩ জন আসামী

Published by
News Desk

একটি জেল থেকে পালাল ১১৩ জন আসামী। ইন্দোনেশিয়ার অসেহ অঞ্চলের একটি জেল থেকে গত বৃহস্পতিবার রাতে প্রার্থনা চলাকালীন পালায় ওই আসামীরা। পুলিশ জানিয়েছে জেল ভেঙে পালাবার পর ২৬ জন কয়েদিকে ফের পাকড়াও করা সম্ভব হয়েছে। বাকি ৮৭ জনের খোঁজ চলছে।

ঘটনার পর জেলের সুরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে কোনও বিদ্রোহের কথা অস্বীকার করেছে স্থানীয় প্রশাসন।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk
Tags: Bengali News