World

সাতসকালে সমুদ্রে আছড়ে পড়ল যাত্রীবোঝাই বিমান

Published by
News Desk

ফ্লাইট জেটি-৬১০ উড়ে যাচ্ছিল পাঙ্গকাল পিনাঙ্গ-এর উদ্দেশে। যাত্রীবোঝাই বিমানটি উড়েছিল ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে। কিন্তু সোমবার সকালের সেই উড়ান পরিণত হল বিভীষিকায়।

লায়ন এয়ারের বোয়িং ৭৩৭ বিমানটি ওড়ার কিছুক্ষণ পর সমুদ্রে আছড়ে পড়ে। বিমানটিতে কতজন যাত্রী ছিল তা এখনও নিশ্চিত নয়। উদ্ধারকাজ শুরু হয়েছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk